লুকিয়ে রাখি তোমার হাসি চাঁদের মুখের মাঝে
শ্রাবণ মেঘে আমার হাসি ধরার বুকে বাজে।
কেমন তুমি পাগল হারা উদাস করা মন;
ওই চোখেতে আজকে যেন আমার নিমন্ত্রণ।


আজ চেয়েছি তোমার চোখে, কাজল ভাসা চোখ;
ওই মুখেতে রঙের মেলা মন্দ বলুক লোক!
তোমার চুলে মেঘ করেছে যেন মেঘের হাসি
তারই তলে আড়াল মনে আজকে আমি ভাসি।


শুনতে কথা তোমার মুখে থাকব অপেক্ষায়-
আজকে তোমার নয়ন পানে শুধুই চেয়ে যাই।
তোমার মুখে প্রেমের ধারা ওষ্ঠ পলাশ রাঙা-
তোমার কূলে বসে আমি, নৌকা আমার ভাঙা।


আজ দেখেছি তোমার হাসি বাদল বেলার কালে-
ভুলব না গো প্রেমপ্রেয়সী আপন মনের তালে।
তোমার দিকে চেয়েই গেছি পলক পড়ে না;
তোমায় কত ভালোবাসি কেউ তা জানে না।
            ---------