আমরা কৃষক, আমরাই চাষি ফসল ফলাই জমিতে-
তবুও তোমায় করেছি যে পূজা জানি না কোন স্বার্থেতে।
দলটি বেঁধেছি ছুটেছি পিছনে কখনও শ্লোগান ভুলিনি
রেখেছো আমায় চাষিবাসি করে, কিন্তু "মানুষ করোনি"।


আমরা শ্রমিক, আমরা কর্মী কলে কারখানাতে-
মালিক কৃপায় শুধু  বেঁচে আছি আমরা কোনোমতে।
'সমাজতন্ত্র' করতে বুঝেছি শিরোধার্য তোমার বাণী
রেখেছ আমায় শ্রমিক করে, কখনও "মানুষ করোনি"।


আমরা ছাত্র আমরা তরুণ পড়াশোনাকে মন্ত্র করি;
তোমার কথায় সর্বক্ষণে আমরা সবাই মান্য করি
মিটিং মিছিল পদযাত্রা সবেতেই আমরা জানি
রেখেছ শিক্ষার্থী করে "মানুষ করোনি"।


শিক্ষা দীক্ষা শিখে মোরা কাজ না পেয়ে হয়েছি বেকার
সব কিছুতেই সাথে আছি তোমার নহি ভিন্ন প্রকার;
দেওয়াল লিখি পোস্টার আঁটি সব কথা নিয়মে শুনি
রেখেছ বেকার করে "মানুষ করোনি"।


** চলবে।