উড়ে গেছে বেদনার কালো মেঘ
ঝরে গেছে শ্রাবণের সে বরষা
চলে আসে ক্ষতময় বালুরাশি
তুমি বুঝি জীবনে আজ ভরসা।


বদলেছে সময়ের সে নিয়ম
কাজসুখে একাকীত্ব হারায়-
বেঁচে থাকা সময়ের চেয়ে দামি
আস্বাদে রঙিন হাত বাড়ায়।


মেতে ওঠে শিউলি স্বপ্নবেলা
ফেলে আসা স্বপ্নে সে মিছিল
সেই তরী নোঙর ছেড়ে আবার
বয়ে চলে একা পথ পিচ্ছিল।