অন্ধকার বুক চিরে-
কালোরাত্রি আসে;
মানুষের আর্তনাদ
শুধু বুঝি ভাসে!


সাত পাহারায় মুখ,
তার মাঝে হাসি;
কোথাও শিকার আছে
গোলামের দাসি!


চারিদিকে স্মৃতি ভাসে
নরমেধ পর্ব;
আকুল সে প্রতীক্ষায়
প্রতীক্ষা সুদীর্ঘ।


জলে ভেসে গেছে আজ
অগণিত লাশ;
কণ্ঠেতে রবীন্দ্রনাথ
ভেঙেছে পলাশ!


সম্মান কোথাটি নেই
জাতির জনক!
দাপাদাপি চারিদিকে
নড়েনি টনক।


নবরূপে নবসাজে
রক্তের পিশাচ!
মিথ্যে সংকট ভাবনা
মুখরিত আজ।
     -----