তুমি আজ করেছ যে আমারে মোহিত
তোমার গানের সাথে; কী বা অপরূপ
ভঙ্গি সাথে গেয়ে গেছ দরদ সহিত!
শুধু শুনি মন দিয়ে, হয়ে আমি চুপ।
গেয়েছ মাটির গান বাউলের সুরে-
নেচে নেচে ওঠো তুমি নবীন পরশে;
তুমি যে নাচালে আজ মোর অন্তঃপুরে-
তোমার চোখেতে চাহি অসীম হরষে।


কত শত আয়োজন ও গানের পাথে
বাঁশির সুরেতে যেন মেতে উঠি আজ;
তোমার তরঙ্গ শুধু ছিল মোর সাথে
মোহিত নয়নে তব মোহিত সে সাজ।
দেখা যদি হয় কভু আর কোনোদিন-
তোমাতে সপিব আমি বাসনার ঋণ।
           --------