নবপত্রে রোদ লেগেছে যে
তাকে লাগছে ভীষণ ভালো;
গাছের পাতায় সোনা রোদে
আমার এ নয়ন জুড়াল।


ঝরে গেছে পুরাতন পাতা
ডালে ডালে আসে কিশলয়;
আজ বুঝি বাসরেতে মাতা
নবপত্র শোভে জগৎময় ।


ধীরে ধীরে বহিছে বাতাস
নবপ্রাণ দুলে দুলে ওঠে;
কাছে আসে আজ এ আকাশ
নব মন সেদিকেই ছোটে।


বারেবারে চেয়ে চেয়ে দেখি
সোনারোদে করে ঝিকমিক;
আমি শুধু তার ছবি আঁকি
ও রং দিই বসে ঠিক ঠিক।
         --------