আকাশে হাওয়ার মেঘ ফেরে ভেসে ভেসে
দিক হতে দিগন্তেতে! বসুধার প্রাণ-
করেছি যে মঞ্জুরিত আপনার দান;
ক্ষণিক জুড়ায় দেখি প্রাণপ্রিয়া দেশে-
বাতাসে ডুবায় মোরে একা একা এসে
আমার রচনা ঘরে রেখে গেছে মান!
কত মেঘ এসে যায় মেঘেতে ভাসান-
সকল সে রূপ হেরি রঙিনতা বেশে।


মেঘ ভাসে দূরে দূরে, আমি ভাসি মনে;
মনের সকল কথা জানিল কি করে!
আমার ব্যথার মালা তাহাতেই রাখি
মেঘ বলে কত কথা সপেছি গোপনে-
রেখেছি নৈবেদ্য করে পূজার এ ঘরে
মেঘ ভাসা শেষ হয়, মন মাঝে আঁকি।
              ----