ঘরের দুয়ারে এসে থেকেছ দাঁড়িয়ে
তুমি, অজানা বিকালে চোখের তারায়-
শুধাতে আমাকে কিছু নন্দন মায়ায়!
হাতখানি দিয়েছিলে খানিক বাড়িয়ে
এ চোখের এ তারায়, সীমানা ছাড়িয়ে
শুধু তুমি চেয়েছিলে নয়ন শোভায়!
তুমি বুঝি হৃদমাঝে আজ ভাবনায়
তোমাতে জোছনা খুঁজি নিজেকে হারিয়ে।


অতপর কাছে আসো বলো কথা কত
আমি শুনি নীরবেতে ও চোখেতে চেয়ে-
কথা বলো, কথা বলো, আরও অবিরত।
আমি আজ ভেসে যাব আঁখিতারা বেয়ে-
আমার সীমানা মাঝে মাথা করো নত
এবেলা থাকিবে মনে আজ কাছে পেয়ে।
          ----------