আজকে এল নারীর দিবস নারীর কথা ভাবি-
নারীর কাছে শ্রদ্ধা আমার, নারীর অনেক দাবি!
রাত ফুরুলে দিনটি যাবে প্রভাত হবে কাল-
আবার সবাই সমহিমায় জীবনে উত্তাল।


নারীর বাঁধন নারীর শাসন সেতো নারীর হাতে-
নারীই যেন নিয়ম গড়ে নিয়ম প্রতি রাতে।
ঠাম্মি-দিদা আইন করে নারীর বারণ যত
নারীর দিনে তাইত নারী থাকেই আগের মতো।


আজকে এল নারীর দিবস নারীর গুনগান
দশ দিকেতে দশটি নারী প্রতিভা প্রমাণ!
এতো নহে নারীর দিবস ছোটো রাখার দিন-
তাইত নারী স্বীকার করে তারা পরাধীন।


নারী শিশুর জন্ম হল আজ সকালের ক্ষণে
জানতে হল প্রশ্ন করে, প্রশ্ন জনে জনে।
পুত্র যদি জন্মাত তার দেখতে নারীর সুর-
ভেসে যেত আনন্দেতে ভাসত বহুদূর।
           -------