মৃদু বাতাসে সবুজ পাতা
আজ নব পল্লবে পল্লবে;
নতুন মুকুল সমারোহ
পাখিদের নানা কলরবে।


পলাশের রঙে এই মন
আজ চেয়ে আছে অনন্ত;
আমার প্রাণেতে আসে নিয়ে
চিরদিনের সে বসন্ত।


মনেতে ছড়িয়েছে আবীর
যেন আসে হোলি উৎসব;
আমার এ ব্রজ প্রাঙ্গণে-
তুমি দেখো খুশি কলরব।


বাতাস দিয়েছে প্রাণে দোলা
অবেলায় মনের পাতায়;
আমি লিখি সেই গানখানি
আমার বসন্ত খাতায়।
       ------


*** ছন্দ: মাত্রাবৃত্ত


      পর্ব বিভাজন: ১০ মাত্রায়।