বুকের ভিতরে পড়ে বাজ!
দেখেছি ওই শব্দ-তুফান;
জানালায় নেই কোনো কাজ
মনে মনে করি অনুমান।


ঘুম আজ স্বপন বিহীন-
মোর শয্যায় কতক ঈর্ষা,
আমি তবু অবেলায় লীন
শান্ত বিকালে মনেতে তৃষ্ণা!


চোখে চোখ, আজ ঠোঁটে ঠোঁট
ভিত দেখি বড়োই দুর্বল;
কামনা আমার এ নিকট-
পুনশ্চ আমি হই বিফল।


ভেবেছি যে সীমানায় বেড়া-
মিশে ছিল আজ সারারাত;
গোপনেতে মুগ্ধতা পাহারা
আমাতে নেশাতুর বরাত।
          -------