কতদিন দেখিনা যে, তোমাকে এ পথে-
ওগো নীলাম্বরী! বর্ষা চলে গেছে আজ
অনেকদিন; পথেতে শরতের রাজ
সেও গেছে একদিন শিউলির সাথে;
নতুন ধানের রাশি ওঠে আঙিনাতে-
বাসরেতে আসে জানি হেমন্তের সাজ;
আজ অবশেষে  দেখি নয়নের লাজ,
সব বুঝি মনে আসে প্রণয়ের রথে।


সেদিন তোমার সাথে পথ চলাচল-
মনেতে বাসনা ওঠে কথারা অস্থির!
তোমার নয়নে ছিল অবিশ্রান্ত জল-
তখন ডাকিনি কাছে ছিলেম বধির;
আজ বুঝেছি আমার তুমি কত প্রিয়!
ভুল করে এসে হেথা দেখা করে যেও।
         --------