মরীচিকার পিছনে একদিন দূরে
ছুটে গেছি, ভালোবেসে ভাসিয়ে আকাশ;
বৃথা আশা বুকে নিয়ে ভরসার সুরে-
নির্ভেজাল একমনে বুকে রুদ্ধশ্বাস।
জীবনের ধ্রুবতারা অন্ধকার কূপে
বুনেছি আপন স্বপ্ন অন্তর সাগরে,
শীতলশ্রাবণ মাঝে আপনার রূপে
কতদিন কতকথা গোপন অন্তরে।


আনন্দ উপেক্ষা ধারা আজ চারিদিকে-
অশ্রু সাগরে নয়ন ভেঙেছে বিশ্বাস;
বজ্রাঘাতে নিশিরাত হয়ে ওঠে ফিকে
জলরাশি মেঘাচ্ছন্ন দেখি বারোমাস।
অবেলার পূর্ণিমায় পুড়েছে অন্তর
গরবে ভাসাই বুক নীরবপ্রহর।