ওগো সুনয়না প্রিয়! কোন সুদূরের
পানে চেয়ে আছ একা এমন বরষ
দিনে; তোমার আঁখিতে দেখেছি হরষ,
যত প্রেমকথা লেখা নব ললাটের
'পরে; তোমার গহিন মুখে সাগরের-
শত শুভ্র ঢেউ আর নবীন পরশ!
শেষ গ্রীষ্মের কাঞ্চন ফুলেতে সরস
সে কি মোরে তুলে দেবে তোমার প্রাণের!


আজ বুঝি আঁখি তলে কত আলাপন,
তোমার প্রাণেতে দোলে নবীন কাজল-
সেথা যেন এসে গেছি কীবা পরিণাম!
তোমার গোপন ঘরে মোর নিমন্ত্রণ-
পলকের দৃষ্টি জুড়ে সবুজ আঁচল
নয়নেতে ভাসে বুঝি এত অভিরাম।
          ----------