দুহাতে তুলেছ ছায়াঝরা পাতা
পার হয়ে আসে সমুদ্রবন;
তোমার রঙিন চশমা আলোয়-
গোপন মনের সে নিমন্ত্রণ।


জলাধারে হবে বাদলের ফেনা
ফেনায় ভাসবে আকাশের চাঁদ;
লিখেছ হরফে বসন্তসুখ
অসাবধানতা ছিল অপরাধ।


হলুদ পাতায় মেশে গুঞ্জন
কীভাবে কখন কাউকে বলোনি!
পাখিছায়া আজ থাকে বিস্ময়ে-
ভুল করে তুমি মালাটি গাঁথোনি।
      -------