ও পরম পিতা তুমি! মানুষের তরে
এসেছ ধরায়, আজি শুভশ্রী লগনে;
তোমার আশিস ঝরে প্রতি ঘরে ঘরে-
মানুষ গড়েছ তুমি যজন যাজনে।
তব মধুবাণী সব, কথোপকথন-
সমাজ গড়িতে চাও, বিবাহের বিধি!
অজপা নামের মাঝে রচো ইষ্টমন;
'জয়গুরু' সম্মোধনে পরিচিত সুধী।


আলোকিত প্রভু তুমি আমাদের মাঝে,
সদা হাস্য মুখখানি শুভ অনুপম-
তোমাতে প্রার্থনা করি প্রভাত ও সাঁঝে,
সদাচার সাথে আনো পুরুষোত্তমম।
ভালোথাকা মন্ত্র তুমি শেখালে ধরায়-
তুমি হৃদয়ে আমার সকল সহায়।
      ----------


** আজ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩০ তম আবির্ভাব তিথি।
সেই উপলক্ষে এই কবিতা। সকলকে 'জয়গুরু'।