মেয়ের হবে বিয়ে, গায়ের রং কালো,
বিয়ে হবে তুমিতো বিড়ি বাঁধতে জানো ।
ছেলের পসার আছে দালান বাঁধানো,
চুল কোঁকড়া তার, নাক নয় টিকালো ।
কিছু যে করতে হবে, গণ্যি সেই বর;
বাড়ি ভরতি কাজ, আছে কাজের লোক;
তোমার কাজ শুধু বিড়ি বাঁধাই হোক-
পাঁচ ভাই একসাথে বড়ো রান্নাঘর ।


সমাজ বদলেছে, এখন উপার্জন।
হাতের কাজে নেই যে কোনো লজ্জালাজ,
তোমায় করবে সবে কত সম্বোধন
পাতা - বিড়ির মাঝে দেখব তব সাজ ।
কোনো কথা শুনব না, আমি আত্মময়;
বিড়ি বাঁধার পরিচয়ে এ পরিণয়।
             -------


** প্রতিটি বাক্য ১৪ হরফ বিশিষ্ট ।