তুমি জানিয়েছিলে স্বপ্ন দেখার পথ,
কীভাবে জেগে উঠি একা ভোরের বেলা!
সকল সময় সেই নাম ধরে চলা-
তুমিই বুঝিয়েছিলে করতে শপথ।
সকল  ভাবনা আজ পিছে পিছে ফেরে-
তুমিই ধরেছিলে আমার এই হাত;
সেদিন পূর্ণ বরষ, শ্রাবণের রাত;
এক বার ডাকো যদি সম্বোধন করে!


যবে তুমি বসেছ আমার দ্বার প্রান্তে;
তুমি যে তখন পৃথিবীর প্রিয়জন।
বসায়েছি তোমার মন - ঘরে সাজাতে,
তোমারে নিয়ে সেজে উঠেছে কুঞ্জবন।
ওগো বধূ মোর মনোময় মরমিয়া-
কেন সপেছিলে জীবন কাছে আসিয়া?
              ----------


** প্রতি বাক্য ১৪ হরফ বিশিষ্ট।