কচিকাচাদের ঘুম ভাঙলো সকালে,
স্কুলে যেতে হবে স্বাধীনতা উৎসবে।
সত্তরতম স্বাধীনতা ওরা দেখবে-
ইতিহাস সব পড়ে থাক আবডালে।
পরাধীনতার মোহর সব মজ্জায়;
সুযোগসন্ধানী আছে শুধু দেশময়;
বিষাদে মোমবাতি এইতো পরিচয়;
বিপদ ভয়; তাই প্রতিবাদ লজ্জায়।


পঞ্চাশ চেয়ে দেখে পথে চোদ্দোর বুক-
ভোগ তরে সুযোগ খোঁজে শুধু গোপনে।
লোভে লোভে ছোটাছুটি স্বাধীনতা সুখ;
সংগ্রাম আজ শুধু আপনে আপনে;
ক্রমশ বাড়ছে মানুষেতে ব্যবধান;
স্বাধীনতা পরিচয়; নয় সমাধান ।
        ----------
** প্রতি বাক্য ১৪ হরফ বিশিষ্ট।