'সিমলা ম্যালে' দাঁড়িয়ে পথে বৃষ্টি দেখা-
অপেক্ষার ম্যালে তখন বৃষ্টি অঝোরে;
একা সে দাঁড়িয়ে থাকা, আমার নজরে;
তোমার চোখের তারা দিয়ে বৃষ্টি আঁকা।
ভিজে গেছে কেশগুচ্ছ, ভেজা তনু তার;
কাঁপে তোমার ঠোঁট, ভয় পেয়েছ কিছু;
ইচ্ছা করে বৃষ্টিতে নিতে তোমার পিছু-
শীতল হাওয়া বইছে সে অন্ধকার।


রোজ সাঁঝেতে বৃষ্টি হয় ম্যালের 'পরে-
জল ডুবুরি তুমি- জলের মাঝে ডুব।
বৃষ্টি রোজ দেখা যায়, তুমি অন্ধকারে-
ভেজা আঁচল ছুতে ইচ্ছা আমার খুব।
বৃষ্টি হঠাৎ কমল, তুমি দিলে দৌড়-
আমার মনে স্বপ্ন জমা, আত্ম বিভোর।
         ----------
** কবিতার প্রতি লাইনে ১৪ টি করে হরফ আছে।