দূরের পতিত প্রাঙ্গণে কী শব্দ শুনি?
আরাধনা হচ্ছে আজ মনসার থানে-
অচেনা সেই জায়গাটি আজ সম্মানে,
জেগে উঠেছে শুনে সহস্র উলুধ্বনি।
মনসা গাছে নতুন বস্ত্র, আলপনা-
পুরোহিত বসেছে যজ্ঞের আয়োজন;
সমবেত আজ সবে যত নারীগণ;
দুধ- কলার সরাতে সাজানো আঙিনা।


জন্ম- মৃত্যু ভয়, ভয় যে বিপদ মাঝে;
সকল শুভ হবে এ মনসার থানে;
প্রদীপ জ্বলিছে, কত ঢাক শঙখ বাজে;
নারীই এসেছে শুধু পুরুষ কল্যাণে।
দুধ- কলা সাথেতে অসহায় মনসা-
শ্রাবণের বাতাসে ধুপ নেভে সহসা।
        -------


** কবিতার প্রতি লাইনে ১৪ অক্ষর আছে।