বিষাদমালা গেঁথেছি শ্রাবণ হারায়ে,
প্রবল বাতাস বহি করিছে প্রকাশ-
মেঘেরা দলে দলে ছাড়িছে স্থায়ীবাস;
আজিকার বাদল কথা অশ্রু ছড়ায়ে।
মেঘের পরে মেঘের বিলাপ- কাঁদিছে;
গাছগাছালিরা রাখিতে পারেনা ধরে;
সকলে কাঁদিছে যেন দুলে উচ্চৈস্বরে;
শ্রাবণ- অশ্রুফোটায় মৃত্তিকা ভিজিছে।


কত কত কথার মালা প্রাণ সঞ্চার,
হেলায় হারায় যেন সবুজের ঘাসে।
কত জানাশোনা আর কত অঙ্গিকার-
দূরে চলে যাবে শ্রাবণ এক নিমেষে।
এমন সাঁঝের কালে কেউ কাছে নাই-
শ্রাবণ কাঁদিছে, সে যে চলে যেতে চায়।
        -------------


** কবিতার প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।