জন্মেছি আঁতুর ঘরে সবে বলে ‘মেয়ে’;
কোরোনা, ধোরোনা- বুঝি নিষেধ কতই;
এভাবেই বড়ো হওয়া অশুভ হৈ - চৈ;
পৃথিবীর রূপ দেখি দূর থেকে চেয়ে।
রাখীখানি বেঁধেছি যে ভাইয়ের হাতে-
হাতে শাখা পলা শুধু স্বামীর কল্যাণ,
উপোস করেছি ব্রত - সেওতো সন্তান;
বসি পূজার ঘরে নিত্য আসন পেতে।


জেনেও মেনে চলি কত কুসংস্কার;
অটুট রেখে চলি মোর শুদ্ধ নারীত্ব;
পিতা মাতা ভুলে করি কার সংসার-
সন্ধ্যায় প্রদীপ জ্বালি মোর একাকীত্ব।
পুরুষ আমাকে দেখে বাঁকা চোখ সাথে,
তবু নারী মঙ্গল চায় প্রতি প্রভাতে।
      ---------