অবেলায় একটি ফোন - 'রাগ করেছ!
এখন আর তুমি কথা বলো না কেন?
ফোন রেখোনা, লক্ষ্মীটি একবার শোনো;'
বলেছিলেম - সে অধিকার কি দিয়েছ?
আগে তো 'মেসেজ' দিতে সকাল সন্ধ্যায়-
এখন কেন এমন হল! - অভিমান;
প্রতিদিন ছিল কত আদান প্রদান;
কবে আষাঢ়, শ্রাবণ; জানাতে আমায়।


আগে যখন বলতে কথা মিষ্টি সুরে-
এখন যেন কন্ঠে তোমার রুষ্ট সুর,
আগে তুমি বাসতে ভালো আদর করে-
এখন তুমি আমি আছি অনেক দূর।
আজকে সত্য হল এইতো চেয়েছিলে,
মন শুধু ভেজে তোমার চোখের জলে।
              --------


** প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।