বাদল দিনে তোমার নীলের বসন-
আজ বরষে ঘন মেঘ বড়ো উন্মাদ;
ভরা ভাদরে তুমি বর্ষাক্ষণের চাঁদ-
তোমারে ভেজাতে যেন এই বরষন।
ভেজা পথে ছু্ঁয়ে যায় তোমার চরণ-
হাঁটিছ লুকায়ে যেন মৃদু ছন্দ সাথে;
গুটায়ে নিয়েছ আঁচল আপন হাতে-
বাদলে অতি সুন্দর তোমার বদন।


তোমার পরশে বৃষ্টি খুশি এ প্রভাতে;
ঘুরিয়া হাসিলে তুমি, উছলিয়া মন।
ধীরে যে মেলাও তুমি বরষার পথে-
সিক্ত লতা - পাতা তব করে নিমন্ত্রণ।
বর্ষা হবে ভুল, ভুলব বাদল - বারি;
মোর ছন্দে থেকে গেলে ওহে নীলাম্বরি।
              ----------


** প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।