আমার ছেলেতো 'বিশপ মরো' তে পড়ে;
ওদের স্কুলে অনেক বিচার নিয়ম-
পড়াশোনা ভালো; ইংলিশ মিডিয়ম।
ম্যাডাম শিশুদের খুব খেয়াল করে।
ক্লাস ওয়ার্ক, হোম ওয়ার্ক, মূল্যায়ন;
পিঠটি জোড়া ব্যাগ, দু-রকমের ড্রেস;
আমার ছেলের পড়তে খরচ বেশ-
গুছিয়ে টিফিন দিই, স্কুল যেতে মন।


আমিও যে শিক্ষিকা গাঁয়ের প্রাথমিকে,
আগের মতো শিশুরা আসেনাতো আর-
খেতে আর পেতে আসে দূর পাড়া থেকে;
কখন ফিরব বাড়ি ভাবনা আমার।
দেখিনা কখনো হতে যে নজরদারি,
'মিড ডে মিল' বিলিয়ে দায়িত্বটা সারি।
           -----------
** কবিতার প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।