আমি দানা মাঝি, স্ত্রীর মৃতদেহ কাঁধে-
পিছে হেঁটে আসে বারো বছরের মেয়ে;
সমাজ তাকায়, দেখিছে সকলে চেয়ে-
নির্মমতা বয়েছি কালাহান্ডির পথে।
যক্ষ্মায় মারা গেছে বউ হাসপাতালে;
আমার আবেদনে কাছে আসেনি কেহ;
'মহাদেব কাঁধে ছিল সতীর সে দেহ',
দেশমাঝে গল্প হলেম আজ সকালে।


আমার অভাব নিত্য, আঁধারে ভারত-
জোটেনি  কপালে ঘোষিত 'মহাপ্রয়াণ',
স্মরণে আসে প্রথম বাসরের রাত-
কাঁধে তুলে আজ সেই দায় সমর্পণ।
শরতের এ সকালে বিষাদ লাগছে,
বধূর দেহ কাঁধে দানা মাঝি হাঁটছে।
         ----------
** কবিতার প্রতি লাইনে ১৪ হরফ আছে।


**আজ (২৬/৮/১৬) সংবাদ পত্রে প্রকাশিত সংবাদ
"স্ত্রীর দেহ কাঁধে ১০ কিমি" (ওড়িশা) পাঠ করে এই সনেট।