ভাদর মাসের সন্ধ্যা নেমেছে তখন-
কপালের চুলে ছিল হাওয়ার দোলা,
বসে ট্রেন পথে; তোমার জানালা খোলা-
ভুলে গেছি আমি জীবনের ব্যাকরণ।
হাত দিয়ে সরায়েছ ললাটের কেশ;
সাদরে চেয়েছ ক্ষণিক তুমি এ চোখে;
অবেলায় শরৎ শিশির ঝড়ে বুকে;
আহ্বানে যে কথা বলিবার মতো বেশ।


ভালোলাগা দৃষ্টি জুড়ে অব্যক্ত কথাতে-
আমিও যে চেয়েছি চিত্র শুধু অক্ষত,
সোহাগ বদনময় সিঁদুর সিঁথিতে;
তুমি যে আমার হৃদয়ে হলে সঞ্চিত-
আবার ওঠে হাওয়া, তোমার প্রস্থান;
শূন্য পথ, দৃষ্টি মাঝে শুধু ব্যবধান।
             ---------


** প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।