আমার ঠিকানা চোদ্দোতলা লালকুঠি;
সদাই চাপি লালবাতি গাড়ি 'বোলেরো';
দুই ছেলে বিদেশে এবার মেয়েরও;
কথায় কথায় রাজদ্বারে শুধু ছুটি।
রাজ সরকার দিল লিখে তপশিলি;
লেখাপড়া হয়নি খুব - পাঠশালায়;
খেতাবে ভুলেছি আমার সে সম্প্রদায়;
আমার জন্মভিটে সেও গিয়েছি ভুলি।


ঘরেতে আজ বারোটি চাকরি শহরে-
সবাই থাকে যে নিজ ফ্ল্যাটে দোতলায়,
বিয়েও করেছে সব বড়ো বড়ো ঘরে-
বাচ্চারাও তপশিলি; দান - ধ্যান পায়।
আমি জনপ্রতিনিধি একমাস হেঁটে-
তপশিলি কেন্দ্রে আবার দাঁড়াবো ভোটে।
             ----------


** প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।