সকালে ভেবেছি বসে ব্যস্ত গৃহকোণে-
একদিন প্রভাতে সে আষাঢ়ের ছায়ে;
বরষার আদরখানি মাখিয়া গায়ে;
মোর অর্ধেক জীবন দিব কোনখানে?
যার লাগি প্রতি রাতে যায় ঘুম ভেঙে,
আধোঘুমে দেখি; ভাবি তাহার বদন।
আমার হৃদয় জুড়ে আমার মতন,
মনরথে দিব টান রামধনু রঙে।


পেয়েছি জীবনে সব, তবু প্রত্যাশিত-
অর্ধেক এ জীবনেতে আছে শুধু ভয়!
মনেতে বসিয়া সে যে মোর আমন্ত্রিত;
বাকি সে জীবনখানি তাহার নিশ্চয়।
কণ্ঠ ছাড়ি বলিলাম আমি চিরন্তন-
তাহারে সপেছি মোর বাকি এ জীবন।
        ----------


** প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।