আমি তোমার কাছে হব না কাদম্বরী;
ঠাঁই দিও মোরে চিরদিন মৃণালিনী,
রাখিব যতনে যে তোমার স্নেহখানি-
তোমার সকল কাজে আমি অন্ত্যাক্ষরী।
আমি শুনব না মোর মিথ্যা কাব্যকথা-
এ জন্মে আমি যে তোমাতেই সমর্পিত;
আমার জীবনপদ্য তোমাতে গচ্ছিত-
প্রাণের পরে দেখব না বসন্ত ব্যথা।


জানতে হবে না কভু আমার বিষাদ-
রাখিও সময় শুধু আমারে দেখিতে,
তব কাব্যে আমার অনন্ত আশীর্বাদ-
ধন্য হয়েছি এসে তোমার জীবনেতে।
লভেছি জনম তুমিতো আমার রবি,
এ যৌবন- মন  তব চরণে সবই।
         ---------


**অমিত্রাক্ষর সনেট