সেই বেদি নেই ফাঁকা, বসে কত লোক-
তপ্ত দুপুরে সবুজ গাছের ছায়ায়;
ক্লান্তি অবসাদে সব মন নিদ্রা যায়-
একদিন আমি তুমি, চোখে ছিল চোখ।
সবুজ ঘাসকে তুমি দিয়েছ জীবন;
তার বুকে রেখে হাত কত কাছাকাছি;
শীতল বাতাসে দোহে চোখ বুজিয়াছি-
বহিছে সময় কত, বহিল শ্রাবণ।


আজ কত লোক দেখি, কত কোলাহল-
ফিরে ফিরে ভাবি পুরানো ক্ষণের স্মৃতি;
বাতাস - লগনে দোলে পাতারা সকল-
কাছে পেয়ে আজ যেন নতুন অতিথি।
আমারে দেখিয়া একা ওরা যেন হাসে,
বুঝিতে পেরেছে মোর প্রিয়া পরবাসে।
         ----------