বউ, তোমার খুব সংসারেতে মন;
বিছানা-বালিশ, তুলসিগাছের তলা-
শুধু দেখে থাকো - জমল কোথায় ধুলা;
গুছিয়ে রাখা তোমার স্বভাব - ধরন।
সাজ-সজ্জা, রান্নাঘর, খুব পরিপাটি;
বাড়িটা ছবির মতো, সামনে বাগান;
এ সব হয়েছে যে, সে তোমারই দান-
গুছিয়ে বাজার করো, রান্না-কাটাকুটি।


ভেজাশাড়ি মেলে দাও জানালার রোদে-
কত কী কিনেছ দেখো! ঘর-বাড়িময়;
ঠাকুরকে খেতে দাও ভালো-মন্দ রেঁধে;
ঘরে পা ফেলতে আমার ভীষণ ভয়।
নিত্যদিন বসে হিসেবের খাতা লেখো
কভু দেরি হলে বলো - চাল ধুয়ে রেখো।
           ---------