বাউল নাচে আজ কোপাইয়ের বনে-
সে যেন নাচে দেখো আমার ঘরের মা;
বাউল বধূ নাচিতেছে সবে দেখে যা;
কত সাধের বাউল নাচে তার সনে।
মাতিয়া উঠিল যেন রাঙামাটি পথ,
বাউল সুরে মুগ্ধ ভুবনডাঙা আজ-
সোনাঝুরি বাঁধে নেমেছে অকাল সাঁঝ;
হাতে একতারা, দুলিছে নাকের নথ।


কতনা বাউল এসে বসায়েছে মেলা;
বাউল সুর জুড়ে ছিল কত আহ্বান-
ছন্দে, গানে, বাদ্যে কাটে কত চেনা বেলা।
এমন সোনার দেশে মধুর পরান;
মানুষের ঢল নামে শহর ছাড়ায়ে;
মন মুগ্ধ হয় শুনে- "কালারে হারায়ে---"
              ---------