এবার তুমি ফিরে এলে - খাবে ইলিশ,
তুমি আমি আবার বসি, লেকের ধারে।
শহরটা দেখব যে টোটোগাড়ি করে,
তোমার জন্য কিনে দেব পাশবালিশ।
আবার তুমি বলবে কথা, মন দিয়ে।
কেমন ছিল তোমার আঁধারস্বপন;
গোপন করে রাখব জীবনযাপন;
সেই আশাতে বসে তোমার পথ চেয়ে।


এর মাঝেও এসেছ, আমায় বলোনি।
ভোরের ট্রেনে আড়ালে বাড়ি গেছ ফিরে।
দূরের দিকে তাকিয়ে আকাশ দেখোনি;
তুমি বালিশ ছাড়া ঘুমিয়েছ দুপুরে।
কফির কাপ হাতে সন্ধ্যাবেলা বসবে-
সকল গোছানোকথা আমায় বলবে।
          -----------