(আজ (০৭/০৯/২০১৬) কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৩ তম জন্মদিন উপলক্ষ্যে এই সনেট)


তুমি যে অমর, আজও চিরকালীন
তোমার কবিত্বে। যা প্রকোষ্ঠে নিরন্তর।
এত যুগ পেরিয়ে শূন্য লেখার ঘর;
তোমার মহত্ব নবীনে অসূয়াহীন।
শুধু কবিতার জন্য ত্যাগ অমরত্ব;
অমর পঙ্ ক্তি তোমার হৃদয়নাটে
করে ঘোরাফেরা। সতত কবিতা পাঠে
প্রবহমান; পাঠকের কাছে অক্লান্ত।


সাহিত্য আঙিনায় তোমার বসবাস,
বহু কথায় নীরবতা রেখেছ কবি!
তোমার আকর্ষণে প্রকাশে "কৃত্তিবাস"।
আজও তোমার সৃষ্টি সময়ের ছবি;
তোমার কাছে তাই আজীবনের ঋণ।
সকল কাব্যসত্তায় বাঁচি চিরদিন।
           -----------