এ সভ্যতা গতিশীল! মাথা অবনত-
অপর দুঃখে ভেসে যাক, আমার হর্ষ।
আমার বিনোদন শুধু অঙ্গুলি স্পর্শ।
একা একা করি খেলা, নিজস্বীতে ব্যস্ত।
মেঘ দেখা নয়; হাতের পাতায় চোখ।
আকাশ - বাতাসের গান যে আর্তনাদ;
শুধু আত্মসুখ, শুধু নিজ সংবাদ।
দেশ বানভাসি। চারিদিকে শতশোক।


তোমার জানালায় কালো কাচ, পরদা;
লাইক দিয়েছি পপকর্ন খেতে খেতে।
আমার ডিনারে আছে মাটন পাবদা;
গরিব মরছে দেখো, কাঁদতে কাঁদতে;
দেখার সময় নেই, আছি মুখ বুজে।
স্যালাইন চলছে দু' কানে তার গুজে।
            --------


** পর্দা > পরদা।