আজ বর্ষা যাত্রাপথে সাথে আছো তুমি,
ভাদরের প্রান্তে মেশে অকাল শ্রাবণ।
ছায়া সাজানো মেঘ; ইলশেগুঁড়ি মন;
তব চুলের ফাঁকে আকাশ দেখি আমি।
আমার হৃদয় সিক্ত, তুমি বাহুমাঝে-
দূরে দেখেছি চেয়ে চেনা বৃষ্টি - প্লাবন;
মাছ ধরে, কৃষি কাজে সব ভাই বোন;
বাদল ধারায় ক্ষণিক ভিজেছ লাজে।


ডিঙি ভাসে সরু খালে, মাছের ভ্যাসাল-
কিছু গাছ ভেসে থাকে জল মাঝে শুধু;
বাদল মাথায় নিয়ে শিশু কোলাহল;
অবসরে ঘরে বসে বাংলার বধূ।
অবিরাম বৃষ্টি-স্নাত পাশে মোর প্রিয়া,
দূরের লগন দেখি তাহারে হেরিয়া।
       ------------