মা'র বুকে ব্যথা, আসি ডাক্তার দেখিয়ে;
একসাথে ফিরি পথে, কথা টুকটাক-
"অনেক খরচ হল, গেল দেরি হয়ে,
চারশ' টাকা পেয়েছি, তুই নিয়ে রাখ"।
স্নেহ দিয়ে আগলেছ, আঁচলেতে মুখ;
আমাকে দিয়েছ সাধ্যে, উপোসি যে তুমি।
খেটেছ জীবনময়, ভুলে ছিলে সুখ;
দেখেছে বিধাতা নিজে থেকে অন্তর্যামী।


কত বকেছি তোমায়, কোরো শুধু ক্ষমা;
না বুঝে বলেছি সব, শত অবজ্ঞায়;
আমার সামান্য কাজে শোধ নাহি হয়।
তোমার সকল দান এ মনেতে জমা;
মোর ভালোবাসা নিয়ে তুমি খুশি হও-
আমি তো ভোজ দেব না, যদি মারা যাও।
             ----------