তোমার জীবনসুধা আমাতে সপিও;
তব আকূল পরানে আমারে রাখিও;
তোমার সকল ব্যথা আমি যে জানিব;
মনের সরল কথা হৃদয়ে শুনিব।
তোমার সকল ঋণ আমি যে শুধিব;
মনের তুলিতে প্রিয়ে তোমাকে আঁকিব;
বসিয়া কাছেতে আমি, দুজনে হাসিব;
প্রেমের সাগরে দোহে, সুখেতে ভাসিব।


তোমারে খুঁজিতে যাই শরতের মেঘে-
ভাদরের মেঘ, জানি- শুধু ভেসে যায়;
এই ছায়া, এই রোদ, গাছের পাতায়।
আমার ডাকেতে ওঠো, ঘুম থেকে জেগে-
তোমাকে পাঠাই লিখে স্বপনের কথা;
তুমি কি বুঝিবে বঁধু মোর মনোব্যথা!
             --------