এখন নিত্য সময়, মোর চলাচল-
প্রাণ-বধূরে মরমে রেখেছি বসায়ে;
কেমনে তাহারে ভুলি শত কোলাহল-
করেছি যে নিত্য-পূজা তাহারে হাসায়ে।
করেছি যে সম্বোধন, স্থাপিয়া দূরেতে-
শুধু চেয়ে দেখো-  দুটি সজল নয়ন;
ভাবিয়া তাহার রূপ মুগ্ধ সে সুরেতে;
আমার পূজার মাল্য করেছে গ্রহণ।


লাগেনি পূজিতে তোমা এ পুষ্প-চন্দন;
নাহি মন্ত্র, নাহি যজ্ঞ, নাহি নিবেদন।
নাহি ভোগ, নাহি ব্রত, নহে পুষ্পহার;
নহে বাদ্য, নহে ঘন্টা, নহে উপহার।
মুরতি বসাইয়া যে শুধু কথা বলি-
প্রেম আর ভালোবাসা তোমাতে অঞ্জলি।
             ---------