বাঁক পেরিয়ে পশ্চিমে- বেশ শালবন,
পিচ সড়কের পাশে। পাথরের পথে-
উপরে খাড়াই দেখি; ফুলে ভরা সাথে,
নব সবুজের মেলা, জলকণা মন।
দিগন্তরেখায় মেলে, সৌন্দর্য কুশল-
নৈঃ শব্দের আবছায়ে; ভাঙে কলতান
অনাবিল প্রকৃতিতে; পাখির কূজন
আদর মেশানো, আর মধু ছায়াতল।


নিস্তরঙ্গ জলে দাঁড়, অরুণিমা গাঁয়ে
অন্তরাল ছুঁয়ে ঘুম; সূর্য দিচ্ছে ডুব।
ক্ষীণতোয়া নদী পথে গিয়েছি হারিয়ে;
এ মধুর রূপ হেরি, আনন্দ যে খুব।
সোনালি আলোর সাথে রূপ ঝলমলে;
চিরন্তনী সুর শুনি বন ছায়াতলে...
             ---------