ছেলের বয়স তিন, মায়ের ভাবনা-
কেমনে মানুষ করি, চিন্তা অবিরাম;
ভালো রাখা, ভালো থাকা, ভালো পরিণাম;
অনেক করার মাঝে, সন্তান সান্ত্বনা।
কোথা ভালো নৃত্যালয়, কোথা ভালো ক্লাস,
কথা- গান- খেলাধুলা, শরীর - ব্যায়াম;
টিউটর রাখা আছে শনি থেকে সোম;
সকালে সাঁতার কাঁটে, সাঁঝে অ্যাবাকাস।


আমাদের ভুল হয়, শিশু-স্মৃতি রাখা;
সতত আনন্দ ছিল বয়সের সাথে-
পাড়াময় ঘোরা শুধু, ধুলোমাটি মাখা;
দৌড়ে খেলেছি কত, গ্রাম - মেঠোপথে।
"চাঁদ মামা দেয় হামা" কপালের পাশে;
সদাই শিশুর মন মাকে ভালোবাসে।
       -------------------