ওঁরা যুবক-যুবতি, ট্রেন দরজায়-
ভিড়ের মাঝে দাঁড়িয়ে। আছে যে কেমন!
দু'জনার ব্যবহার বড়ো অশোভন;
মেতেছে হাসিতে যেন, অন্তিম খেলায়।
হাত দিয়ে হাত ধরে, এক হাত পিঠে;
নাকে চুলে হাত দেয়, বড়ো আন্তরিক;
কোমরেতে সুড়সুড়ি, হাসে খিকখিক;
সাহস হয়না, তবু - ছুঁতে যায় ঠোঁটে।


কত কী বোঝায় যেন পুরুষ সে জন!
নারীর অন্তরে যেতে হাজার ছলনা;
কথাকলি শুধু নয়,  দেহজুড়ে মন।
প্রশ্রয় দিয়েছে দেখি যুবতি ললনা;
যাত্রী, শিশু চেয়ে দেখে - তারা কার্যরত;
যুবদল ব'য়ে চলে  মানব পশুত্ব।
              --------