কবিরা হারিয়ে যায়; মৃত্যু উচ্চারণে,
তীব্র খেদে; উদাসীন একাকী নীরবে-
কবির মহাপ্রয়াণ। কাব্য অনুভবে
সরস্বতী পদতলে; সশ্রদ্ধ তর্পণে।
অনুভুতি নিরলস, করি উপলব্ধি-
সহজ-সরল কথা, নমুনা অনেক;
গভীরতা অন্তঃস্থল, আক্রান্ত বিবেক;
বাহ্যগুণ প্রকাশিত, ব্যাকরণ সাধ্বী।


কবিত্ব হৃদয়-ভাষা অন্তিম শয্যায়;
ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র যাপন।
বাঁধভাঙা মন বলে নিজস্ব লজ্জায়;
আমাদের কবি তুমি, আমরা আপন।
সব মহিমার সাধক, আঁখিজলে মেশে;
কবিত্ব যতনে রেখো শেষ অবশেষে।
           -----------