অনেক প্রতীক্ষা পরে তোমার আহ্বানে-
এসেছি সাজাতে প্রিয়ে চুম্বনে তোমায়;
আজি পূর্ণিমা নিশিথে শ্রাবণধারায়;
চিলেকোঠা ঘরে আজ শর্বরী দুজনে।
সকল না বলা কথা বালিকা বেলার-
এসে বলো বাহুডোরে, অন্তিম গোপনে;
আঁধারে পূর্ণিমা ঢাকে মধু সমীরণে;
তোমার গোপন ঘরে লগন খেলার।


হায় পোড়াবাঁশি! মগ্ন ছিলেম স্বপনে;
দেখি শূন্য ছায়াতল, প্রভাত সময়;
মৌটুসি মোহিনী হয় শাখায় শাখায়-
আমার সময় কাটে বিষাদ যাপনে।
সুখের পরশ দিতে তুমি আজ দূরে-
বৃথা স্বপ্ন কেঁদে যায় চিলেকোঠা ঘরে।
             ---------