আমি তখন সংসার সীমানায় রুদ্ধ!
তবু কিছু কথা ছিল, ব'লার তোমাকে-
পরিচয় হয়েছিল এক পথবাঁকে;
সাহসে হয়েছি তব পরশেতে বিদ্ধ।
সম্পর্কের পরিণতি! তোমার জোয়ারে
মিশায়েছ, এ হৃদয়ে আনি, সে সহজে
সান্নিধ্য পেয়েছি, এক নীরবতা লাজে;
তোমার সকল দান উত্তম দুয়ারে।


তুমি আজ শুধু বলো, একবার এসে-
যা তুমি দিয়েছ, নয় সে শুধু অপ্রিয়;
বলো- 'নিশ্চয়', পাশেতে তুমি আছো ভেসে;
শুধু বলো- এ তোমার সম্পর্ক তৃতীয়।
আমার মানুষ নেই গহিন ঘরের!
তুমি যে মানানসই সকল কালের।
            ---------