এ ক্ষণ থাকিবে মনে বিরহের ন্যায়-
বেদনা যে দেবে তুমি, ভাবনা অন্তরে;
আমার সবুজ কথা যাবেনা নগরে;
আজিকার দিন গেল, কথাখানি নাই।
বর্ষায় মেঘের সাথি বড়ো অসহায়-
ঝড়িছে নয়নধারা, আমার সকাল;
তোমাকে পাঠাব বার্তা, এখানে বাদল;
ভেসে চলে দিকেদিকে, পথ নাহি পায়।


সে নগর ভিজে গেছে জীবন বর্ষায়-
মন মাঝে রয়ে গেছে এক তপ্তঋণ;
সন্ধ্যা নামিল আমার নীরব পাতায়;
মনের মাঝেতে থাকে কথাহীন দিন।
সুখের মোহনাগুলি তোমার কথায়-
সুর- আবেগ সাথে থাকি অপেক্ষায়।
            -----------