সীমান্ত যেখানে শেষ, দিগন্ত রেখায়
এলোমেলো; অভ্যাসের মতো হেঁটে যায়,
জীবনের প্রতিপাদ্য; সহজ সরল-
আসল নকলে, চেনামুখ পেতে চায়।
শুধুই অপেক্ষা রাখি, নীলবর্ণ দান-
বিকালের ঘণ্টা বাজে; মন পিছুটান।
নিলামে উঠিছে, আজ শুধু স্মৃতিরেখা;
জীবনের সবক্ষণে মন মরীচিকা।


সূর্য আস্তাবলে, ধীরে ধীরে ভাগিরথী
বয়ে চলে; সময়ের কনে দেখা আলো
সঙ্গমের রূপজলে; পালতোলা সাথি
রাতের কাহিনি গেয়ে পিছু চলে গেল।
জীবনের চালচিত্র, মুখ পাশাপাশি;
সময়ের দেওয়ালে শুধু হাসাহাসি।
     -------