উদাসীনয়ন জুড়ে - প্রকৃতির দিকে
চেয়ে থাকা; কখনও বসে বসে লেখা;
প্রিয়ের দিগন্তে কথা বলা, ছবি আঁকা-
আপন বারান্দা ভরে, সব রাখি ঢেকে।
দূরের শ্যামলী পথে দেখা চিরকাল
পৃথিবীর; শতক্ষত পদাবলি মিত্রে
রূপকথা; মণিকোঠা চরাচর নেত্রে-
সারা বেলা খেলা ভাসে, এই হলাহল।


আপন করেছি সব, আপনার দেশ-
সময় বহিয়া যায়, কত নিত্যক্ষণ;
নবযুগ অনুষ্ঠান জীবনে প্রবেশ।
অভিজাত সব কথা বিদায় বর্ষণ;
তোমার চেতনা মালা, মোর রূপকথা-
নির্মল করেছ আসি সস্নেহে শুভ্রতা।
               -------